কলকাতাঃ বাংলায় পথচলা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের । ভারচুয়ালি রাজ্যের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলের সবুজ পতাকা হাতে ট্রেন যাত্রার সূচনা করেন রেলমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সঙ্গে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে শুক্রবার ভোররাতে মৃত্যু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির। মায়ের শেষকৃত্যে যোগ দিতে আহমেদাবাদে যান তিনি। তাই কলকাতায় আসতে পারেননি প্রধানমন্ত্রী। মাতৃহারা প্রধানমন্ত্রী কর্তব্যে অবিচল। বেলা ১১টা ৪০ মিনিটে ভারচুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।