নাম ভট্ট পুকুর, অথচ পুকুরটাই নেই। এটাকে আমাদের বাঁচাতে হবে। সবাই মিলে জবরদস্তি দখল করে রেখেছে। কিন্তু এই পুকুর পুনরুদ্ধার করতে হবে। বুধবার ভট্ট পুকুর পুনরুদ্ধারে গেলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও কমিশনার ডাঃ শৈলেশ যাদব। যে পুকুর কে কেন্দ্র করে এলাকার নামকরণ হয়েছে। সেই ঐতিহ্যবাহী পুকুরই অযত্নে অবহেলায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। শুধু তাই নয়, যে যার মতো সেই পুকুর জবর দখল করে নিয়েছে। সেই পুকুরটিকে জবরদখল মুক্ত করে সাজিয়ে তোলার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। চাইলেন এলাকাবাসীর সহযোগিতা। খুব শীঘ্রই এর কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।