১৭ সেপ্টেম্বর শুরু হওয়া ‘প্রতি ঘরে সুশাসন’ অভিযানের রিপোর্ট কার্ড পেশ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অভিযানের মাধ্যমে রাজ্যের ৮টি জেলায় প্রায় ২৩ লক্ষ্যাধিক জনগন উপকৃত হয়েছেন। পাশাপাশি ‘আমার সরকার’ ওয়েব পোর্টাল এর জনসচেতনতামূলক প্রচারপত্রেরও আবরণ উন্মোচন করেন। এছাড়াও রিমোটের বোতাম টিপে ‘আমার সরকার’ মোবাইল অ্যাপ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এই মোবাইল অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সরাসরি সরকারের সম্মুখে তুলে ধরতে পারবে প্রত্যেকেই। বিশেষ করে রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের সমস্যা নিরসনে সহায়ক হবে এই অ্যাপ।