নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। আজ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে গুরত্বপূর্ণ একটি কর্মসূচী হলো ‘খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা’র অধীনে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী প্রদান করা। সারা রাজ্যে প্রায় দেড় হাজার ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করে নেশার কবল থেকে মুক্ত করাই এই কর্মসূচীর মূল উদ্দেশ্য।