রক্তের মধ্যে কোন ধর্ম বর্ণ নেই। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে এই রক্তের কোন বিকল্পও নেই। অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্পের শুভ সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অনান্যরা। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মহতী কাজে স্কুলের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এই স্কুলের সার্বিক শ্রীবৃদ্ধি কামনা করি।