পুলিশ চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের উপর এভাবে লাঠি পেটা করেছে। এটা সরকারি পরিকল্পনা মাফিক হয়েছে। সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে। চূড়ান্ত সীমা অতিক্রান্ত করে গেছে এ সরকার। এর তীব্র নিন্দা জানায় কংগ্রেস। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন রাষ্ট্রীয় শক্তি দিয়ে রাজ্যের ভবিষ্যৎ -এর মেরুদন্ডের উপর যেভাবে লাঠি পেটা করা হয়েছে এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তার স্বমঠো মামলা নিয়ে তদন্ত হওয়া দরকার। কারণ রাজ্যের পাহাড় সমান অর্থ নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। যদি এর তদন্ত না হয় তাহলে মনে হবে নরেন্দ্র মোদির সি বি আই, ই ডি এবং নির্বাচন কমিশনের মতো মানবাধিকার কমিশনার নতজানু হয়ে আছে।
তিনি আরও বলেন, এদিনের যে ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার বিজেপি ক্যাডারদের রাজ্য পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ করতে চলেছে, আর দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ শিক্ষকদের নিয়োগ করার জন্য সরকারের কাছে অর্থ নেই সেটা বললে কোনভাবেই মানা যায় না। কারণ এগুলি সরকারের দিশাহীন সিদ্ধান্ত। কারণ বারবারই স্পষ্ট হয়ে যাচ্ছে সরকার শিক্ষা ক্ষেত্রে মূল্য দিতে চাইছে না। যুবক-যুবতীদের নেশায় আকৃষ্ট করতে বাধ্য করছে বলে অভিমত ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন।