রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ধরে নাগপুর থেকে সিরডি পর্যন্ত মহাসড়কের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনের আগে টুইট করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। টুইটে তিনি লেখেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন চলছে, এতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে আমি মনে করি। প্রকৃত অর্থেই ভারতকে জুড়ে রাখার লক্ষ্যে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ করার যে সংকল্প আমাদের প্রিয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছিলেন, এতে এই মহাসড়ক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।