শান্তিরবাজার মহকুমার পতিছড়ি এলাকায় মারুতি জেন ও লরির মুখোমুখি সংঘর্ষ । ঘটনায় RMS চৌমুহনির শ্যামল কর এবং তার স্ত্রী সুস্মিতা বর্মণ কর গুরুতরভাবে আহত হন। তাদেরকে শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্যামল কর।