গোমতী জেলার বন দুয়ার জহর নবোদয় বিদ্যালয় টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। কিছু বখাটে ছাত্ররা এই নবোদয় বিদ্যালয় এর সুনাম নষ্ট করছে। দীর্ঘ এক মাসের উপর ক্লাস ইলেভেনের ছাত্র দ্বারা দশম শ্রেণীর ছাত্রদের উপর আক্রমণ মার,থাপ্পর কিল ঘুসি ইত্যাদি প্রহার করতে থাকে। তার মানে নিচে ক্লাস বলে উপর ক্লাসের ছাত্ররা তাদেরকে রেগিং করে। গতকাল সন্ধ্যাবেলা ক্লাস ইলেভেনের ছাত্ররা দশম শ্রেণীর এক ছাত্রকে লবণ আনার জন্য বলে। এতে ছাত্রটি লবণ আনতে পারবেনা বললে, ক্লাস ইলেভেনের সব ছাত্ররা সবাই মিলে দশম শ্রেণি ছাত্রদের উপর আক্রমণ করে। অভিযোগ উঠেছে ক্লাস ইলেভেনের ছাত্ররা দশম শ্রেণীর ছাত্রদের দিয়ে কাপড় ধোয়া শুরু করে সব ধরনের জঘন্যতম কাজ করা। এর মধ্যে গতকাল ক্লাস ইলেভেনের ছাত্ররা ক্লাস দশম শ্রেণীর এক ছাত্রকে কাপড় ধোয়ার জন্য বলে, সেই ছাত্রটি কাপড় দোয়ার পর সামান্য একটু ময়লা থাকায় ইলেভেনের ছাত্ররা, দশম শ্রেনীর ছাত্রদের উপর বেল্ট, হ্যাঙ্গার ইত্যাদি দিয়ে মারতে থাকে। এর মধ্যে তারা গতকাল বিদ্যালয়ের সিসি ক্যামেরা,গ্লাস, বিদ্যালয়ের একজন পিটি স্যারের বাইক ভেঙ্গে দিয়েছে। অভিযোগ উঠেছে ইলেভেনের ছাত্র রবীন্দ্র জমাতিয়া,সারকা জমাতিয়া, বিজয় জমাতিয়া, এ সমস্ত ছাত্রদের উপর। নতুন করে আবারও বিদ্যালয়ে গুলিতে রেগিং শুরু হওয়াতে ছাত্র-ছাত্রীদের অভিভাবক মহল বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। গতকালকে ঘটনার পরি প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন উদয়পুর মহাকুমার শাসক,জেলা আধিকারিক ও আরকে পুর থানার পুলিশ।