পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধূলাও করতে হবে। খেলাধূলায় শরীর ও মন ভালো থাকে। তাহলেই আমরা নেশা মুক্ত পরিবেশে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে পারব। আজ আগরতলার ১২৮ বছর পুরনো ঐতিহ্যবাহী মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবং তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পরীক্ষায় কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়ের সঙ্গে আমার শৈশবের পড়াশোনা ও খেলাধূলার স্মৃতি জড়িয়ে রয়েছে। বিদ্যালয়ের এনসিসি ক্যাডেট ছাত্রীরা যেভাবে প্যারেড করে আমাকে অভিবাদন জানালো, তাতে আমি ভীষণভাবে অভিভূত। এই ছাত্রীদের মধ্যে যে উদ্যম আমি দেখতে পেলাম, তাতে আমি নিশ্চিত, সমাজ গঠনের জন্য চ্যালেঞ্জ নিতে পারলে, তারা আগামী দিনে সত্যিকার অর্থে লিডারশিপ হতে পারবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে বলে জানান তিনি।