সোনামুড়া মধুবন জাতীয় সড়কে অল্পেতে রক্ষা পেল একটি এসি গাড়ি। ঘটনার বিবরণে জানা TR07E0779 নম্বরের একটি গাড়ি মেলাঘরের দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল। গাড়ির চালক গাড়ি চালাতে চালাতে আচমকাই কুম্ভনিদ্রায় মগ্ন হয়ে যায়। আর তাতেই বাধে বিপত্তি। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুটিতে। একজন গর্ভবতী মহিলা সহ আহত দুই। স্থানীয়রা গাড়ির ভেতর থেকে যাত্রীদের বের করে সোনামুড়া হাসপাতালে পাঠায়। গর্ভবতী মহিলাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় নিয়ে আসা হয়।