রাজধানীর বটতলা এলাকায় ড্রেন সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। শনিবার দুপুরে পরিদর্শনে যান মেয়র। কিছুদিন পূর্বে বটতলা এলাকায় বেআইনি দোকানগুলো ছিল তা ভেঙ্গে দেয় পুর নিগম। সেই এলাকা থেকে একটি ড্রেন কালাপানিয়ার মূল ড্রেনে গিয়ে পড়বে। যার কাজ কিছুদিনের মধ্যেই শুরু করবে পুর নিগম । একথা জানালেন মেয়র দীপক মজুমদার ।