সোমবার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে ‘সদর সিনিয়র ক্লাব টি-২০ ক্রিকেট লীগ ২০২১-২০২২’ এর ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের এই খেলায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অনান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খেলার প্রতি তাঁদের যে স্পৃহা আমি দেখলাম, তাতে আমি নিশ্চিত, আগামী দিনে ঘরোয়া ক্রিকেট আরও এগিয়ে যাবে। ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় বিনিময় করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।





