দেশ কংগ্রেসের ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যে চলছে ভারত জোড়, ত্রিপুরা বাঁচাও কর্মসূচি, তার অঙ্গ হিসেবে আজ পঞ্চম দিনে সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা এলাকায় কমলনগর থেকে শুরু করে আড়ালীয়া পর্যন্ত ২০ কিলোমিটার পদে যাত্রা হয় , পদ যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য ইনচার্জ জারিতা লাফলং , প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, জেলা সভাপতি আবু তাহের খন্দকার, সিরাজুল ইসলাম, কাউসার মিয়া সহ অন্যান্যরা স্থানীয় নেতৃবৃন্দরা। কংগ্রেস নেতারা জানান বেকার সমস্যা, খুন , ধর্ষন, বিভিন্ন অপরাধমূলক কাজ রাজ্য বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন শাসক দলের হয় কাজ করছে ।আর এই সব ঘটনা বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের এই পথযাত্রা।