বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ক’দিন আগেই মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেছিলেন পুলিশের প্রধান কার্যালয়ে। সেই বৈঠকের অঙ্গ হিসাবে রবিবার প্রজ্ঞা ভবনে রাজ্যের সমস্ত থানার ও সি, জেলার এস পি, অ্যাডিশনাল এস পি, ডিএসপি লেভেলের অফিসারদের নিয়ে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। কোথায় কি সমস্যা আছে, এই গুলো দূর করা নিয়ে কথা বলেন। সামনে ভোট, এই সময়ে রাজ্যের আইন শৃঙ্খলার যাতে কোনও অবস্থাতেই অবনতি না ঘটে, তার জন্য পুলিশ আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা অবনতির মতো যে কোনও পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করার পাশাপাশি, পুলিশ আধিকারিকদের সতর্ক নজরদারি রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।