নতুন নগর গুলি কান্ডে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন সন্দিপ কর ও প্রানতোষ দাস। ছিনাইহানি থেকে পিস্তল সহ আটক করা হয়েছে ধৃতদের। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও গুলি। বৃহস্পতিবার সদর এস ডি পিও অজয় কুমার দাস এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাঁদের গ্রেফতার করে। ।শুক্রবার পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সদর এসডিপিও