গ্রামীণ এলাকার মানুষের সাধারণ চাহিদা এবং বিভিন্ন সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে মুক্তধারা অডিটরিয়ামে গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ‘আমার সরকার’ ওয়েব পোর্টালের শুভ সূচনা হয়। শুইভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার বিশ্বাস গ্রাম পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, যথাযথ তথ্য এই পোর্টালে তুলে ধরবেন। যার মাধ্যমে বর্তমান বিকাশ মুখী সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে।