রাজ্যের ৬ টি ডিগ্রী কলেজে চলতি শিক্ষাবর্ষ শুরু হলো ইংরেজী ও বাংলার মাষ্টার ডিগ্রী কোর্স। এদিন মাতঙ্গিনী প্রতিলতা সভা গৃহে কেন্দ্রীয় ভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। মহিলা মহাবিদ্যালয়ে এই কোর্সের সূচনার মাধ্যমে অন্যান্য ডিগ্রী কলেজ গুলিতে শুরু হয় পঠন পাঠন। মাষ্টার ডিগ্রী কোর্সের জন্য বাংলা বিষয়ে ছিল ১০০ টি আসন। যার মধ্যে ভর্তি হয়েছে ৯৫ জন ছাত্র ছাত্রী। অন্যদিকে ইংরেজী বিষয়ে ছিল ১০০ টি আসন।