মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টার স্থিত আগরতলা পুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে হয় সিটি লেভেল এডভাইজারি ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যনরা।
বৈঠকে স্মার্ট সিটি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এক সাক্ষাৎকারে জানান আগরতলা শহরকে স্মার্ট সিটির আওতায় আনার সময় অনেক কিছু ছার দেওয়া হয়েছিল। স্মার্ট সিটির কাজ দ্রুত গতিতে চলছে। সিটি লেভের এডভাইজারি ফোরামের চেয়ারম্যান দিপক মজুমদারের নেতৃত্বে আধিকারিকরা ভালো কাজ করছেন। বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে আগরতলা শহরের গুরুত্বপূর্ণ দুইটি রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে। তিনি আরও জানান লাইট হাউসের জন্য ১ হাজার জন বুকিং করে নিয়েছে। অতিরিক্ত আরও ৩০০ জন বুকিং করতে চাইছে। আগরতলা শহরের যখন স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছিল তখন অনেকে অনেক মন্তব্য করেছে। কিন্তু আধিকারিকরা নানান সমালোচনার মধ্যেও তাদের কাজ চালিয়ে গেছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।