ধর্মীয় অধিকার ও ঐতিহ্য রক্ষার দাবিতে বেণুবন বুদ্ধ বিহার থেকে রাজ্য স্তরের মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ভিক্ষু, সম্প্রদায়ের নেতা ও বিভিন্ন বৌদ্ধ সংগঠনের সদস্যরা মোমবাতি, বৌদ্ধ পতাকা ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন। বোধগয়া মহাবোধি মন্দিরকে বৌদ্ধবিহীন নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা ও ১৯৪৯ সালের বোধগয়া মন্দির (বিটি) আইন বাতিলের দাবিতে এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে অল ইন্ডিয়া বৌদ্ধ ফোরামের রাজ্য কমিটি ও সহযোগী সংগঠনগুলি।