১৯৯১ সালে ১৩ নভেম্বর কংগ্রেস জোট সরকারের আমলে ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন বি জে পি প্রার্থী শ্যামহরি শর্মা। সেদিন রাজধানীর লাল বাহাদুর চৌমুহনীতে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখছিলেন বিজেপি প্রার্থী প্রয়াত শ্যামহরি শর্মা। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে খুন করে।
রবিবার সকালে লাল বাহাদুর চৌমুহনীতে সেই জায়গাতেই প্রয়াত শ্যামহরি শর্মার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বি জে পি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রায়ত শ্যামহরি শর্মার স্ত্রী জয়শ্রী শর্মা, মন্ত্রী রামপ্রসাদপাল সহ বি জে পি কর্মীরা।