গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালাবস্তি এলাকা থেকে তিন নে/শা কারবারিকে আটক করতে গেলে দু’জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তবে দ্রুত পদক্ষেপে পরে পালিয়ে যাওয়া ওই দু’জনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা এনসিসি থানার পুলিশ। ঘটনার পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার। পুলিশ জানায়, রাজ্যে নে/শা বিরোধী অভিযানে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।