আগরতলায় শিশু নিখোঁজের ঘটনায় দ্রুত পদক্ষেপে নেমে পরিস্থিতি সামাল দিল পশ্চিম আগরতলা থানা। স্কুলের সামনে থেকে নিখোঁজ হওয়ার পর টানা অনুসন্ধানের ভিত্তিতে উদ্ধার হলো শিশু। মায়ের কোলে ফেরানোর মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর। ঘটনাটির তদন্ত অব্যাহত বলে জানান কর্মকর্তারা। 11/12/2025
ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর সুকান্ত একাডেমিতে সাধারণ সভার আয়োজন। প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কথা জানালেন সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ। 11/12/2025
দুগ্ধ উৎপাদনে আত্মনির্ভরতার বার্তা! গোমতী সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে ও নাবার্ডের সহযোগিতায় “সহকার সে সমৃদ্ধি – শ্বেত বিপ্লব ত্রিপুরা ২.০” রাজ্যস্তরের সেমিনারে অংশ নেন বিভিন্ন দুধ উৎপাদক ও কর্মকর্তারা। 2 months ago
সিপিআইএম দলের নবনির্বাচিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির নেতৃত্বে সিপিএম ত্রিপুর রাজ্য কমিটির একদিনের বৈঠক শুরু হল 7 months ago
“চন্দ্রপুর এলাকায় স্বজনের হাতে ভয়ঙ্কর হামলার শিকার এক মহিলা—গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন জিবি হাসপাতালে। 5 months ago