বিজেপি ছাড়লেন ছাওমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহনলাল চাকমা এবং করমছড়া মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন্ত দে। দুই নেতাই আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিপ্রা মথায়। 10/12/2025
১২ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা জুবিন নটিয়াল কনসার্টের আগে আজ প্রস্তুতি পরিদর্শনে নামেন প্রশাসন ও ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেক্টরে গেট স্থাপনের কথা জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। 10/12/2025
অম্পি নগর থেকে ২০০ পরিবারের উপর বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। 5 months ago
নব অগ্রদূত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শিশু মেলা ও রক্তদান উৎসব ২০২৬-এর প্রস্তুতি জানাতে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। 2 days ago
হেলমেট বিহীন বাইক এবং লাইসেন্স ও জরুড়ি নথিপত্র বিহীন যানবাহন আরহীদের বিরুদ্ধে অভিযানে ধর্মনগর ট্রাফিক উইনিট 3 years ago