রাজ্যে পা রাখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগরতলার এমবিবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী ও শুক্লাচরণ নোয়াতিয়া। 16/01/2026
মেধা বৃত্তির অর্থ বকেয়া নিয়ে ফের আন্দোলনের পথে কলেজ পড়ুয়ারা। ওবিসি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দাবি আদায়ে আজ রাজ্য ওবিসি কল্যাণ অধিকর্তার কার্যালয়ে হাজির পড়ুয়ারা। 16/01/2026
বনধে আহত ব্যাক্তিদের দেখতে যায় বনধের মহা নায়ক মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।।। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই ঘটনানা পরিকল্পিত ষড়যন্ত্র ।।। দোষীদের কঠোর স্বাস্তি দাবিও জানান তিনি ।।। বাংলাদেশি আইডি নিয়ে তিনি বলেন এটা ফেইক ।।। আইনি রাস্তায় যাবেন তিনি।। 3 months ago