বিজেপি ছাড়লেন ছাওমনু মণ্ডলের প্রাক্তন সভাপতি মোহনলাল চাকমা এবং করমছড়া মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন্ত দে। দুই নেতাই আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিপ্রা মথায়। 10/12/2025
১২ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা জুবিন নটিয়াল কনসার্টের আগে আজ প্রস্তুতি পরিদর্শনে নামেন প্রশাসন ও ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেক্টরে গেট স্থাপনের কথা জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। 10/12/2025
ত্রিপুরায় পর্যটনের নবদিগন্ত! মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার বৈঠকে মাতাবাড়ি পর্যটন সার্কিটের রূপরেখা নিয়ে আলোচনা। আগরতলা থেকে ডুম্বুর পর্যন্ত ৪ রাত ৫ দিনের এই ভ্রমণপথ ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন তুলে ধরবে। 4 weeks ago