আগরতলা টাউনহলের নাম পরিবর্তন হচ্ছে না, তার সঙ্গে ড শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জুড়ে করা হবে। বিজেপির প্রদেশ অফিসে জানান সুশান্ত চৌধুরী। জিতেন চৌধুরী ও রণজিত দেববর্মার বক্তব্যের জবাব দিয়েছেন সুশান্ত চৌধুরী 2 months ago