সাম্প্রতিক ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে পর্যটক দের যেভাবে পাকিস্তানের টেররিস্ট রা হত্যা করেছে এবং এর বিরুদ্ধে ভারত যেভাবে মিলিটারি অপারেশন করে পাকিস্তানের টেররিস্ট যগ্য জবাব দিয়েছে সেই উপলক্ষে ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে দল মত নির্বিশেষে সবাই ভারতের বির সেনানী দের সমর্থনে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য এই তেরঙ্গা র্যালীর আয়োজন করা হয়।।। রেলি শুরু হয় চন্দ্রপুর ISBT র সামনে থেকে এবং শেষ হয় মঠচৌমুহনীতে।।।
এই রেলীতে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য।।