লালজুরী জাম বাগান এলাকায় স্থানীয়দের হাতে গরু চোর আটক।। থানায় অভিযোগ।।
উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরী জাম বাগান এলাকা থেকে ২৬ শে জুন সোমবার ভোরে একটি গাভী গরু চুরি হয়।। গরুর মালিক অনেক খোঁজাখুঁজি করে সকাল আটটা নাগাদ গরু চোরকে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আটক করে।।গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক চুর।। চোরটিকে আটক করে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে কাঞ্চনপুর মহকুমা থানায় খবর দেয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে চুটটিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।।