তেলিয়ামুড়া দোকানপাটে প্রশাসনের হানা বহু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত !
তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে সোমবার তেলিয়ামুড়া বাজারে মেয়াদ উত্তীর্ণ জিনিষপত্রের বিরুদ্ধে অভিযান এবং ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে অভিযান চালানো হয়
তেলিয়ামুড়া বাজারে মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের অভিযান এবং সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে ৷ সোমবার তেলিয়ামুড়ার ডি সি এম, খাদ্য দপ্তরের নিয়ন্ত্রক, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সচেতনতামূলক অভিযান সংগঠিত করা হয় ৷ তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, খাদ্য সমগ্রীর বিক্রির প্রতিষ্ঠান সহ বাজারের বিভিন্ন দোকানগুলোতে চলে এই অভিযান ৷
এই অভিযান শেষে তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম বাপ্পাদিত্য রায় জানান যে, সোমবার তেলিয়ামুড়া হাটবার ৷ সাধারণত হাটবারের বাজারে ক্রেতা বিক্রেতার ভীড় বেশি থাকে ৷ এই অভিযানের মূল উদ্দেশ্য হল ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাদের মধ্যে বেশি করে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া ৷
যে সকল ব্যবসায়ী খাদ্য সামগ্রী বিক্রি করছেন তার মেয়াদ রয়েছে কিনা, ফাস্ট ফুডের দোকানের খাবারগুলো স্বাস্থ্য সম্মত ভাবে পরিবেশন হচ্ছে কিনা,এছাড়াও প্লাস্টিক ব্যবহার ইত্যাদি বিষয়েই এদিনের এই অভিযান ও অসেতনতামূলক প্রচার ৷ তিনি আরও জানান, মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন খাদ্য দ্রব্যের সেম্পল কালেকশন করে নেওয়া হয়েছে যা ল্যাব টেস্টিং-এ পাঠানো হবে ৷
এক্ষেত্রে যে সকল ব্যবসায়ীদের দোকানে কিছু কিছু অসংগতি লক্ষ্য করা গেছে তাদেরকে মহকুমা খাদ্য দপ্তরে যোগাযোগ করার নির্দেশ প্রদান করা হয়েছে ৷ এছাড়াও সে সকল খাবারের দোকানে কমার্শিলায় গ্যাস সিলিন্ডার এর বদলে ডমেস্টিক সিলিন্ডার ব্যবহার করছে সে সকল দোকানের সিলিন্ডার গুলোও সিজ করা হয় ৷ এ ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলেও জানান তেলিয়ামুড়ার ডিসিএম ৷