রাজ্যের গণবন্টন ব্যবস্থায় যুক্ত হল নতুন পালক!!
এখন থেকে ভর্তুকিমূল্যে রেশন শপের মাধ্যমে প্যাকেটজাত গুরোমশলা তথা মরিচ,হলুদ,জিরা এবং ধনিয়া সরবরাহ করবে রাজ্য সরকার ৷
সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত গুরো মশলা প্রদান প্রকল্পের উদ্বোধন হল মঙ্গলবার রবীন্দ্র ভবনে ৷ এদিন রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত রেশন শোপ ডিলাররা ৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘গতবারই মুখ্যমন্ত্রী হিসেবে ১ বছর পূর্ণ করেছি’, তিনি বললেন,’এই সরকার মানুষের সমস্যা নিরসনের সরকার, সমস্যা জীর্ণ রাখার সরকার নয়’! প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে, গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালি করার মাধ্যমে, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ভর্তুকিমূল্যে সমাজের অন্তীন ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে বদ্ধপরিকর আমাদের সরকার’ ৷ এদিন তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ৷