বিদায় ঐন্দ্রিলা, পঞ্চভূতে বিলীন অভিনেত্রীর নশ্বর দেহ। ১৯ দিনের লড়াইয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কেওড়াতলা শ্মশানে ঐন্দ্রিলার শেষকাজ সম্পন্ন হল চোখের জলে শেষ বারের মতো তাঁকে বিদায় জানালেন মা–বাবা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা। এবং অবশ্যই সব্যসাচী চক্রবর্তী। ক্যানসারের বিরুদ্ধে অভিনেত্রীর লড়াইয়ে সর্ব ক্ষণ যিনি সঙ্গে ছিলেন। রাত পৌনে ৮টা নাগাদ শ্মশান থেকে বার হলেন অভিনেত্রীর পরিবারের সদস্য–সহ প্রেমিক সব্যসাচী চৌধুরী। শেষকাজের পর ঐন্দ্রিলার অস্থি বিসর্জন করা হয়।