গত রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে রাজ্যে ভয়ানক পরিস্থিতি বলে দাবি করেছিলো কংগ্রেস দল। চব্বিশ ঘন্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসকে বিঁধলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে যারা অস্তিত্ব হীন, তারাই অস্তিত্বের জানান দিতে দিল্লিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করেছে রাজ্যকে বদনাম করার জন্য। এই রাজ্যে সিপিএম-কংগ্রেস দল যে একে অন্যের পরিপূরক হয়ে কাজ করছে, সেটা আবারও প্রকাশ্যে এসেছে বলে দাবি করেন তিনি,। সুশান্ত বাবু আরও বলেন, ৯৩ সালের মত পিছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে বামফ্রন্ট