*৬০৮ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে ব্রু উপজাতি মানুষদের পুনর্বাসন দেওয়া হয়েছে ত্রিপুরায় ৷ পর্যবেক্ষণে সোমবার ত্রিপুরায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী* ৷
ব্রু উপজাতি পুনর্বাসন দেওয়া হয়েছে ত্রিপুরায় ৷ সেখানে পুনর্বাসন পদ্ধতি এবং এখন তাঁরা কেমন আছেন তা দেখতে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ ৷ আগামী সোমবারেই তিনি ত্রিপুরায় আসছেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, কাঞ্চনপুর, অমরপুর মহকুমার পশ্চিম কালাজারি এলাকায় এবং করবক মহকুমার শিলাছেড়ি এলাকার রিয়াং উদ্বাস্ত পুনর্বাসন শিবির পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
মিজোরাম ছেড়ে উদ্বাস্থ হয়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন এই উপজাতির লোকজন ৷ দুদশকে’র বেশিদিন ধরে উদাস্ত জীবন কাটানোর পর সেই উপজাতিদের পুনর্বাসন দেওয়া হয় ৷ জানা গিয়েছে, পশ্চিম কালাজারি এলাকায় ৪৩৯টি এবং শিলাছেরি এলাকায় ২৬৪টি ব্রু পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে ৷ আধিকারিকরা জানিয়েছেন, তাদের জন্য পানীয় জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাও করেছে স্থানীয় প্রশাসন ৷ সেই কথার সঙ্গে বাস্তবের কতটা মিল আছে তাই দেখতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
করবক এবং অমরপুর এলাকায় বাস্তব চিত্র দেখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এই কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার ৬৬০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলো ৷ সেই টাকা কতটা ব্যবহার করা হয়েছে এবং কাজের অগ্রগতি কতটা হয়েছে তা নিজেই খতিয়ে দেখবেন অমিত শাহ ৷
জানা গিয়েছে, এই সফরে এসে তিপ্রামথার নেতাদের সঙ্গেও আলোচনা করতে পারেন অমিত শাহ ৷
আগেই নিজেদের দাবী পূরণ করার জন্য কেন্দ্রের সঙ্গে আলোনায় বসার কথা বলেছিল তিপ্রামথা ৷ তিপ্রামথার দাবী,পৃথক টিপ্রাল্যান্ড ৷ যদিও কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন BJP স্পষ্ট জানিয়েছে, কোনও অবস্থায় ত্রিপুরা ভেঙে আলাদা রাজ্য বা স্বশাসিত এলাকা গঠন করা হবেনা ৷ এদিকে তিপ্রামোথার সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করার কথা বলেছিল কেন্দ্র ৷
সেখানে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল তিপ্রামোথা ৷ ত্রিপুরা বিধানসভার স্পিকার নির্বাচনে তিপ্রামোথা সমর্থন করেছিল কংগ্রেস ও সিপিআইএম এর তরফে অধ্যক্ষ প্রার্থী ৷ তার পরেই অমিত শাহ ফোন করেন প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মাকে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের পরই অবস্থান বদল করে তিপ্রাপ্রামোথা ৷
ত্রিপুরার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে পুনর্বাসন দেখার পরেই তিপ্রামোথার সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
সূত্রের খবর, আগামী বছরেই লোকসভা নির্বাচন ৷ তার আগেই ব্রু উপজাতিদের ভোট নিশ্চিত করতে চাইছেন অমিত শাহ ৷ এবারেই তাঁরা বিধানসভা নির্বাচনে প্রথম ভোট দিয়েছিল ৷ তাদের জন্য আরো কিছু প্যাকেজ ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেও জানা গিয়েছে ৷