অবশেষে শুক্রবার পুজোর মাধ্যমে উদ্বোধন হল নব নির্মিত বিধায়ক আবাসনের ৷ খেজুর বাগানস্থিত বিধায়ক আবাসনের গৃহ প্রবেশে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধানসভার স্পীকার বিশ্ববন্ধু সেন সহ সকল মন্ত্রী বিধায়ক বিধায়িকারা ৷ এই আধুনিক আবাসন নির্মানে খরচ হয়েছে মোট ৫১ কোটি টাকা ৷ তবে নব নির্মিত এই আবাসনে বামগ্রেসের বিধায়করা নাকি যেতে চায়না ৷ কি কারনে এই আপত্তি তা অবশ্য জানা যায়নি ৷