আজ ৫ই মে পবিত্র বৌদ্ধ পূর্ণিমা ৷ গৌতম বুদ্ধের জন্ম,বোধিজ্ঞান,মহাপরিনির্বাণ(মৃত্যু) লাভ—এ তিন ঘটনার স্মৃতিজড়িত দিবস হল বৌদ্ধ বৈশাখী পূর্ণিমা ৷ এদিন উত্তর জেলার ধর্মনগরস্থিত দক্ষিণ হুরুয়া ‘জ্যোতিবন বুদ্ধমন্দির’এ বৌদ্ধ ধর্মাবলম্বীরাও উৎসব,উদ্দীপনা আর উৎসবের মেজাজে বৌদ্ধজয়ন্তী দিনটি পালন করেন ৷ এদিন মন্দিরে বুদ্ধ পূজা,প্রদীপ প্রজ্জ্বোলন,ধর্মীয় আলোচনা সভা,সমবেত প্রার্থনা,আলোচনা সভা অনুষ্ঠীত হয় ৷
বৌদ্ধধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন ৷
এদিন একটি সাক্ষাতকারে জ্যোতিবন বুদ্ধ মন্দিরের ভান্তে বলেন, ‘অশান্ত অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ, যুদ্ধ বিগ্রহ,ধর্ম-বর্ন-জাতিতে হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ গুরুপূর্ণ ভূমিকা পালন করে ৷