বর্তমান রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, আগামী ৪ জানুয়ারি থেকে পথচলা শুরু করছে বহু প্রতীক্ষিত ‘আগরতলা সায়েন্স সিটি’ প্রকল্প। টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, বিজ্ঞানকেন্দ্রিক চিন্তাধারার প্রসারে এবং ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবনির্মিত এই সায়েন্স সিটি। পাশাপাশি, পর্যটকদের জন্যও অন্যতম আকর্ষণ হবে এই বিজ্ঞান কেন্দ্র।