মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ৪১ তম আগরতলা বইমেলা” নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বইমেলার জন্য অর্গানাইজিং কমিটি-স্টিয়ারিং কমিটি ও বিভিন্ন সাব কমিটি গঠন, বইমেলার তারিখ ও সময় নির্ধারণ, বইমেলায় স্টল ভাড়া দেওয়া-স্টলের রেজিস্ট্রেশন-বৈদ্যুতিক বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী,দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকেরা॥