নরেন্দ্র মোদীর আন্তরিকতায় বর্তমানে জনজাতিদের আর্থ সামাজিক সর্বাঙ্গীন জীবনমান বিকাশের গতি তরান্বিত হয়েছে l কিন্তু, বিগত ৩০ বছর যাবদ টিটিএএডিসি পরিচালনায় জনজাতিদের কল্যানে উদাসীনতায় তাঁদের ভাগ্য অনেকাংশেই উপেক্ষিত হয়েছে l উপরন্তু সংকীর্ণ স্বার্থে নানান প্রতিবন্ধকতা কায়েম করা হয়েছেl ডেপুটেশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।