ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমার শেষদিনে ২২৮টি মনোনয়ন জমা পড়েছে। এর আগে ২৭ জানুয়ারী অবধি ৭৭ টি মনোনয়ন জমা পড়েছিল। মোট ৩০৫টি মনোনয়ন জমা পড়েছে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এ তথ্য দিয়ে বলেন, ত্রিপুরার নির্বাচনের ইতিহাসে একদিনে এতগুলো মনোনয়ন পড়ার ঘটনা তার জানা নেই । সারা রাজ্যে এদিন সব প্রার্থী মিছিল করে মনোনয়ন জমা দিয়েছেন। কোথাও কোনও সংঘাত, সংঘর্ষের খবর নেই। কোনও প্রার্থী কোথাও বাধা, হুমকি পেয়েছেন বলে অভিযোগ নেই। গিত্যে দাবি করেন, এটিই জিরো পোল ভায়োলেন্স।