” সাইকেল ফর হেলথ” এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের সাথে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য, পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৩ উপলক্ষে জেলাভিত্তিক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হলো। তিন জুন ২০২৩ ইং তারিখে নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা, এনএসএস ইউনিট উত্তর জেলা , পদ্মপুর স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত বাইসাইকেল র্যালিটি ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধর্মনগরের শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের সামনে শেষ হয়। বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের প্রোগ্রাম অফিসার ডঃ অলক কুমার ধর, জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক কুনাল গৌতম, উত্তর ত্রিপুরা জেলা এন এস এস ইউনিটের জেলা সম্পাদক অখিল বৈদ্য, উদ্ভাবনী সংস্থার কর্ণধার রণদীপ রুদ্র পাল প্রমূখ। বাইসাইকেল র্যালিতে এনএসএস ,এনওয়াই কে,ভারত স্কাউট গাইড, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।বিশ্ব বাইসাইকেল দিবস ২০১৮ সাল থেকে প্রতি বছর ৩ জুন পালিত হয়, যখন জাতিসংঘ তুর্কমেনিস্তান সরকার কর্তৃক গৃহীত একটি প্রস্তাব গ্রহণ করে। এক সাক্ষাৎকারে ডক্টর অলক কুমার ধর বিশ্ব সাইকেল দিবস সম্পর্কে বলেন