গত ১০ই এপ্রিল ধর্মনগর চন্দ্রপুর এলাকাস্থিত মিহির দেব, উনার স্ত্রী পপি দেব এবং উনার দুটো বাচ্চাকে ফেলে চন্দ্রপুর এলাকার চুমকি দেবনাথ নামে এক বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে যায় ৷ জানা গেছে ওই মহিলারও দুটি বাচ্চা এবং স্বামী আছে ৷ পাশাপাশি এইটাও জানা গেছে মিহির দেব এবং চুমকি দেবনাথ নাকি ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর খুব কাছের লোক ছিলেন ৷ সেই বিষয়কে কেন্দ্র করে ২৯শে এপ্রিল শনিবার সকাল ১১ টা নাগাদ ন্যায় বিচারের জন্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর বাড়ির সামনে ধর্নায় বসে মিহির দেবের স্ত্রী পপি দেব ৷ পপি দেব এর বক্তব্য মিহির দেব পালিয়ে যাওয়ার পর থেকেই নাকি উনি বর্নালী গোস্বামীর কাছে ন্যায় বিচারের জন্য বেশ কয়েকদিন উনার কাছে যান, কিন্ত বর্নালী গোস্বামী সেই বিষয়ে কোনো গুরুত্বই দেননি ৷ তাই আজ বাধ্য হয়ে পপি দেব এলাকাবাসীকে সাথে নিয়ে বর্নালী গোস্বামীর বাড়ির সামনে ধর্নায় বসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ৷ এলাকাবাসীরা মিহির দেব এর অন্যায়জনক কার্যকলাপের সুষ্ঠ বিচার কামনা করছে ৷