গত ২৯শে এপ্রিল শনিবার রাত দশটা নাগাদ সোনারেরবাসা এলাকার একটি ধাবার সামনে থেকে তিনজন নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ ৷ তাদের কাছ থেকে একটি প্যাকেট ১১ গ্রাম হেরোইন সহ তিনটি মোবাইল ও নগদ ৭৭৭০ টাকা উদ্ধার করে পুলিশ ৷ ধৃতরা হল সুব্রত দাস বাড়ি পানিসাগর,রাজেশ দাস বাড়ি কুমারঘাট ও বাহার উদ্দিন বাড়ি ধর্মনগর ৷ এই ঘটনায় ধর্মনগর থানার ইনচার্জ শিবু রঞ্জন দে জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে এই সাফল্য আসে পুলিশের ৷