২৮ বারের কোপে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে একটি পাঁঠাবলি সম্পন্ন হলো মঙ্গলবার। এই দৃশ্যে মাতাবাড়ি প্রাঙ্গন ধর্মপ্রান মানুষদের চিৎকারে ও উলু ধ্বনিতে মন্দিরের চার পাশের আকাশ ভারি হয়ে ওঠে। মন্দিরে আসা ধর্মপ্রান মানুষদের মতে, বহুবার মন্দিরে এলেও এহেন বলির দৃশ্যও দেখবেন, তাই কখনো তারা ভাবেননি।
কিছু দিন আগে, বলির উদ্দেশ্যে মায়ের মন্দিরে নিয়ে আসা এক মহিষের তান্ডবে, বহু মানুষজন আহত হবার পাশাপাশি, বহু যানবাহন ঐ মহিষের ক্রোধের শিকার হয়। তখন প্রশ্ন ওঠে, মা কি তবে আর বলি চাইছেন না ! নাকি মাতৃ মন্দিরে প্রতিনিয়তফলশ্রুতিতেই এইসব অশনি সংকেতের আবির্ভাব ঘটেছে ? সব মিলিয়ে ভক্তিপ্ৰাণ মানুষ কিছুটা হলেও হতবিহ্বল। বিশেষ করে ঘটে চলা অশুভ কাজের মঙ্গলবারের ঘটনায় ভক্তিপ্রাণ মানুষজন চরম অশুভ কিছুরআশঙ্কায় আশঙ্কিত হয়ে পড়েছেন।
পর পর আঠাশ কোপ গলায় বসাবার পর ধর থেকে পাঁঠার মুন্ডু ছিন্ন হয়। মাতৃমন্দিরে আগত মানুষের আর্ত চিৎকারে মন্দির সহ পার্শবর্তী অঞ্চল জুড়ে চূড়ান্ত আতংকের সৃষ্টি হয়।
ঘটনার পর কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে এই দৃশ্য। এই ঘটনা সামনে আসার পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে চাপানোত্তর