প্রেস বিজ্ঞপ্তি
২৭ জুন, আগরতলা # আগরতলা প্রেসক্লাবের সদস্যরা পরিবেশ রক্ষার বার্তা সারা বছরই নানা প্রচার মাধ্যমের সাহায্যে ছড়িয়ে দিতে সচেষ্ট থাকেন। সরকারি বেসরকারি উদ্যোগে হওয়া গাছ লাগানোর কর্মসূচি থেকে পরিবেশ রক্ষার সচেতনতামূলক কর্মসূচি গুরুত্ব দিয়ে প্রচার করে থাকেন। পরিবেশ রক্ষার সেই বার্তা দিয়েই আগরতলা প্রেসক্লাবের বরিষ্ঠ সদস্য, পরিচালন কমিটি সহ সাংবাদিকরা গাছ রোপণের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ৩০ জুন বেলা ১১ টায় আগরতলা প্রেসক্লাব সংলগ্ন এলাকায় গাছ রোপণের কর্মসূচি পালন করা হবে। এই অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য সকল সদস্য সদস্যাদের বিনম্রভাবে অনুরোধ করছে আগরতলা প্রেসক্লাব পরিচালন কমিটি।