গত ২৭শে এপ্রিল পানিসাগর মহকুমার রৌয়া গ্রামপঞ্চায়েত এলাকার রৌয়া বাজার সংলগ্ন প্রায় ৪০ বছর ধরে বসবাস করে আসা ১৬টি পরিবারের বসতবাড়ি প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল ৷ তাতে এই পরিবার গুলি গৃহহীন হয়ে গেছে এবং তাদের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে ৷ সরকারি জায়গা দক্ষলমুক্ত করার জন্য বসত গৃহ থেকে উচ্ছেদ হওয়া এই ১৬টি পরিবারকে বিকল্পস্থানে ভূমিবন্দবস্ত দেওয়া এবং সরকারি উদ্যোগ নিয়ে গৃহ নির্মান করে দেওয়ার দাবীতে ২৭ এপ্রিল সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ্য থেকে মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশন জমা পরে ।