২৭শে মার্চের মধ্যে রাজ্যের জনজাতিদের দাবী পূরণে মধ্যস্থতাকারী নিয়োগ করবে কেন্দ্র। আজ সকালে তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মণকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই খবর নিজেই টুইট করে জানিয়েছেন মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহারাজার স্বাস্থ্যের খবরও নেন। মধ্যস্থতাকারী নিয়োগের সময়সীমা প্রদ্যুত কিশোরকে জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।