২৫ ডিসেম্বর বড়দিনে ‘তুলসী পূজন দিবস’ উপলক্ষে রাজ্যজুড়ে তুলসী মাতার আরাধনা। পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে রঞ্জিত নগর রাজলক্ষ্মী কালী মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত হয় বিশেষ তুলসী পূজা, সঙ্গে হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ।