International Book of Records 2023
২৪ ঘন্টার ২৬ টি সার্টিফিকেট! নয়া বিশ্ব রেকর্ড অসমের যুবকের
একদিনে ২৬ টি সার্টিফিকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন অসমের সঞ্জয় দাস ৷ তিনি ২৪ ঘন্টার ব্যবধানে এতগুলি শংসাপত্র অর্জন করে একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছেন ৷ বিশ্বের সর্বাধিক অনলাইন ম্যানেজনেন্ট সার্টিফিকেট তার আগে আর কেউ পাননি বলে জানা যাচ্ছে ৷
ডিব্রুগড়ের বাসিন্দা সঞ্জয় দাস ৷ তার নাম ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে ৷ সঞ্জয় দাস গত ২৯ মার্চ রেকর্ড গড়তে নেমেছিলেন এবং পরপর শংসাপত্র হাসিল করেন তিনি ৷ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এবং অসম বুক অফ রেকর্ডসেও নিবন্ধিত হয়েছে ৷
ডিব্রুগড়ের বাসিন্দা ৩৩ বছরের সঞ্জয় দাস বর্তমানে বেঙ্গালোরের একটি আইটি ফার্মে কাজ করছেন ৷ তিনি একজন বি টেক এবং এমবিএ স্নাতক ৷ তাঁর সম্পর্কে ট্যুইটার পোষ্টে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস বলছে, ‘২৪ ঘন্টার মধ্যে অর্জিত ম্যাক্সিমাম অনলাইন ম্যানেজমেন্ট সার্টিফিকেট’—এর বিশ্ব রেকর্ড ২৯ মার্চ ২০২৩-এ ভারতের ডিব্রুগড় (অসম) থেকে অর্জন করেছেন সঞ্জয় দাস ৷
তিনি একই দিনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৬ টি ব্যবস্থাপনা-সম্পর্কিত সার্টিফিকেট অর্জন করেছেন ৷ এই কারনে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নথিভুক্ত একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ৷
নজির গড়ে সঞ্জয় দাস বলেন,’আমি অনেকদিন ধরে এই রেকর্ড নিয়ে গবেষণা করছি ৷ একটি সমীক্ষা করার পরে আমি জানতে পেরেছি যে, রাজ্যস্থরের রেকর্ডে ১০ দিনে ৩০ টি শংসাপত্র অর্জনের রেকর্ড রয়েছে ৷ কিন্ত শুধু তার পর আমি জাতীয় ও আর্ন্তজাতিক উভয় পার্যায়ে রেকর্ড গড়ার পরিকল্পনা শুরু করি ৷ গত ২৯ মার্চ, আমি আমার কাজ শুরু করি ভোর সাড়ে তিনটে নাগাদ ৷ মূল বিষয় ছিল একটি কোর্স করা এবং প্রতিটি কোর্সে ৮০ শতাংশ সফলতা অর্জন করা যাতে তাৎক্ষনিক সার্টিফিকেট পেতে পারি ৷ সকাল ১১ টার মধ্যে আমি মোট ২৬ টি সার্টিফিকেট পেয়েছি ৷ তারপরে আমি রেকর্ডের জন্য আবেদন করি’৷
ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস অনন্য ব্যক্তিদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম ৷ এর লক্ষ্য অভিনব নজির গড়া ব্যক্তিদের সামনে এনে অন্যকে অনুপ্রানিত করা ৷ যাতে সেই ব্যক্তি এক ধাপ এগিয়ে যেতে পারে ৷
প্রতিষ্ঠানটি জানাচ্ছে,’আমরা আইবি রেকর্ডস-এ প্রথম এবং সর্বোত্তম মানব অর্জন থেকে সমস্ত ধরনের উল্লেখযোগ্য রেকর্ডগুলিকে একত্রিত করি এবং প্রকাশ করি’ ৷