২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে CPIMকেই যে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে বিজেপি তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল সোমবার । এদিন খুমুলুঙে জনসভার মঞ্চ থেকে CPIM কেই বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । এদিন খুমুলুঙে জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অভিযোগ করেন এ রাজ্যে CPM এর সরকারের সময়কালে জনজাতিদের উপর অত্যাচার হত । আক্রমণ হতো । এর পরে জে পি নাড্ডা দাবি করেন সেই অত্যাচার , সেই আক্রমণ এ রাজ্যে বিজেপি সরকারের সময়কালে প্রথমে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এবং পরে বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে সমাপ্ত হয়ে গেছে । জনজাতিরা এখন শান্তিতে থাকতে পারছেন । জে পি নাড্ডা আরও দাবি করে বলেন বাম জমানার গুন্ডাগিরিকেও সমাপ্ত করেছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার ।